পটুয়াখালীতে
‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রনয়ন এবং সাইবার সিকিউরিটি আইন সংশোধনের দাবীতে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩’মে) বেলা সাড়ে ১১টায় সদররোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। আপনারা জানেন ৩মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। ১৯৯১ সালের ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী ১৯৯৩সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩মে তারিখকে “ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে`র ( বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস) স্বীকৃতি দেয়া হয়। ওই দিন থেকে বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও দিবসটি পালন করে আসছেন গণমাধ্যমকর্মীগণ। তাই প্রতি বছরের ন্যায় এবারও দিবসটি পালিত হচ্ছে একঝাক প্রবীন ও নবীন সাংবাদিকদের অংশগ্রহণে।সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রনয়ন এবং সাইবার সিকিউরিটি আইন সংশোধনের দাবীতে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃজাকারিয়া হৃদয় এর সঞ্চালনায় মানব বন্ধনে অংশগ্রহন করেন পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন গনমাধ্যম কর্মীরা। বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি স্বপন ব্যানার্জী, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক জালাল আহম্মেদ, সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয় প্রমুখ।j
এসময় তারা সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রনয়ন এবং সাইবার সিকিউরিটি আইন সংশোধনসহ মফস্বলে কর্মরত সংবাদকর্মীদের অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবি জানান।
Leave a Reply