বেড়ায় ঘোড়া মার্কা মিছিল থেকে পৌর পুলিশ হাসেমের উপর ছুরিঘাত, পরিবারের দাবি
পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়ায় (শুক্রবার ০৩ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বেড়া বাজার চার মাথা মোড় তরমুজ পট্টি দিয়ে ঘোড়া মার্কার মিছিল যাওয়ার সময় পৌর পুলিশ আবুল হাসেমের উপর অতর্কিত হামলা ছুরিকাঘাত করে তাকে আহত করে। তার সহযোগি আলী আকতার তাকে বাঁচাতে গেলে সেও আহত হয়।
আহত হাসেমকে উদ্ধার করে তাকে বেড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া রেফার করেন । স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিটের দিকে বেড়া পৌর পুলিশ বনগ্রাম থেকে বাজারের দিকে রওনা হয়। ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাতেনের ঘোড়া মার্কার লোকজন মিছিল নিয়ে তরমুজ পট্টি পার হচ্ছিলেন সেই সময় মিছিল টি পৌর পুলিশ হাসেমের দিকে ইশারা করে তার উপর হামলা করে ছুরিঘাত করে রক্তাক্ত করে। এবং তার সহযোগী এগিয়ে আসলে তার উপরও হামলা করে। তার অবস্থা আশংকা জনক। এই ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে। যারা রক্তের রাজনীতি করে ক্ষমতায় আসতে চাই, ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী বাতেন বার বার এলাকায় এসে সাধারন মানুষ কে হযরানি করা তার কাজ।
আবুল হাসেমের কর্মচারি রায়হান ইসলাম বলেন আমার সামনে এই ঘটনা ঘটে মিছিল থেকে আমার মালিকের উপর হামলা চালায়, আমি এই হামলার সুষ্ঠ বিচার চাই।
হাসেমের ছেলে রিফাত জানায়, ঘোড়া মার্কার মিছিল থেকে আমার বাবার উপর হামলা ও ছুরিঘাত করে আহত করে। বাবার অবস্থা খুব খারাপ তার উপর এই জঘন্য হামলার বিচার চাই। পৌর পুলিশ ফারুক এই নেককার জনক হামলার বিচার দাবি করছি ।
বেড়া মডেল থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, অভিযোগ অভিযোগ পাইনি অভিযোগ পেলে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে মিছিল থেকে হামলা এটা সঠিক কি না তদন্ত করা হবে।
বেড়া, পাবনা
তারিখ 3/5/24
Leave a Reply