খুলনা দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা দ্বিতীয় ধাপে প্রতীক পেয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ০২/০৫/২৪ রোজ বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ পরপরই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীরা ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা এবং সংক্ষিপ্ত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তারা শুরু করেছেন জনসংযোগ। নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচার-প্রচারণা। ইতিমধ্যে দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে যে, ৫জন চেয়ারম্যান প্রার্থী দাঁড়িয়ে ছিলেন তার মধ্যে ২৯ শে এপ্রিল রোজ সোমবার প্রতীক প্রত্যাহার ঘোষণা দিলেন দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আকরাম হোসেন। এরপর তিনি ৩০শে এপ্রিল তার প্রার্থিতা অধ্যায়ের বিষয়ে নির্বাচন কমিশন কে লিখিতভাবে অবহিত করেন। আগামী ২১মে ২০২৪ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২মে সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনা নির্বাচন সম্মেলন কক্ষ থেকে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং অফিসার এটি এম শামীম মাহমাদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন। উপজেলা পরিষদ নির্বাচনে যে, ৪জন প্রার্থী চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন তাদের নাম ও মার্কা হচ্ছে, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম তাঁর মার্কা হচ্ছে আনারস, সাবেক চেয়ারম্যান শেখ মল্লিক মহিউদ্দিনের মার্কা হচ্ছে দোয়াত কলম, খুলনা জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক গাজী এনামুল হাচান মাসুমের মার্কা হচ্ছে হেলিকপ্টার, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক জাকির হোসেনের মার্কা হচ্ছে মোটরসাইকেল। দিঘলিয়া উপজেলার মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩জন প্রতীক পেয়েছেন। এদিন দুপুর ২টার পর পর থেকেই উপজেলায় মাঠ পর্যায় নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন। প্রতীক বরাদ্দ দেওয়ার সময় রিটার্নিং অফিসার প্রত্যেক প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান করেন। নির্বাচনী প্রচার প্রচারণার সময় চেয়ারম্যান প্রার্থী শেখ মারুফুল ইসলাম বলেন, আমার উপজেলায় আমি বিগত উন্নয়ন করে আসছি আগামী ২১মে জয়লাভ করে আসতে পারিলে দিঘলিয়া উপজেলাবাসীকে সাথে নিয়ে বাকি কাজগুলো করব এই প্রত্যাশা করছি। সেই লক্ষ্যে আমি প্রচার প্রচারণায় মাঠে নেমেছি ইনশাল্লাহ জয় হবে নিশ্চিত, জনগণ আমার পাশে আছে এটা আমি বিশ্বাস করি। আরেক প্রার্থী মোঃ জাকির হোসেন বলেন, উপজেলার জনসাধারণ আমাকে চায় আমি দাঁড়িয়েছি, তাদের সুখে-দুখে অতীতের মত ভবিষ্যতে পাশে থাকতে চাই। দিঘলিয়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীগন মাঠে প্রচার-প্রচারণায় মুগ্ধ। করোনা কালীন সময়ের একজন করোনা যোদ্ধা বর্তমান দিঘলিয়া উপজেলাবাসীর প্রানপ্রিয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ জামিল মোর্শেদ মাসুমের সাথে মুক্তিযোদ্ধা টিভি অনলাইন চ্যানেল কথা বলেন যে, আমি যতদিন বেঁচে আছি ও বেঁচে থাকবো ততদিন দিঘলিয়াবাসীর বিপদে-আপদে পাশে এখনো আছি ভবিষ্যতে আজীবন পাশে থাকবার চেষ্টা চালিয়ে যাব। সৈয়দ জামিল মোর্শেদ মাসুম জনগণের দুয়ারে দুয়ারে সকাল থেকে রাত্র পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন প্রচার প্রচারণার মধ্যে দিয়ে। সকলের দোয়া ও ভালোবাসা পেয়ে তিনি দিঘলীয়া বাসীর প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেন।
Leave a Reply