পটুয়াখালীতে পুলিশের অভিযানে ৩৭’শ পিচ ইয়াবা সহ আটক ৪
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
পটুয়াখালী পৌরসভাধীন ০৬নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার টিনপট্টির হোটেল ছোয়া এর ৬ষ্ঠ তলার উত্তর পূর্ব দিক থেকে ধৃত আসামী মোঃ আলমগীর হোসেন এর ভাড়া বাসার মধ্যে হইতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩৭০৫(তিন হাজার সাতশত পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৪ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
শনিবার(৪’মে) ১১.০৫ মিনিটের সময় অফিসার ইনচার্জ পটুয়াখালী সদর থানা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশাদুর রহমান এর নেতৃত্বে এসআই দিপায়ন বড়াল সংগীয় এসআই মোঃ গোলাম সারোয়ার, এসআই মোঃ শিপন শেখ ও সঙ্গীয় ফোর্স সহ “পটুয়াখালী পৌরসভাধীন ০৬নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার টিনপট্টি (হোটেল ছোয়া) এর ৬ষ্ঠ তলার উত্তর পূর্ব দিক থেকে ধৃত আসামী মোঃ আলমগীর হোসেন এর ভাড়া বাসার মধ্যে হইতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।এ সময় বরগুনা জেলার আমতলী থানার মহিষডাঙ্গা নামক এলাকার ওসমান হাওলাদার ও মাতা- কুলসুম বিবির ছেলে প্রথম আসামী মোঃ আলমগীর হোসেন কে (৪৩)। দ্বিতীয় আসামি জেলার মরিজবুনিয়া ইউনিয়নের মোঃ নুর মোহাম্মদ আকন এর ছেলে মোঃ সবুজ আকন (২৫)। তৃতীয় আসামি জেলার গলাচিপা থানার গোলখালী ইউনিয়নের চর হরিদেবপুর এলাকার মৃত কাসেম হাওলাদার এর ছেলে মোঃ মহসীন হাং (৫০)। চতুর্থ আসামী বরগুনা জেলার আমতলী পৌরসভার ৪ নং ওয়ার্ডের সদরপাড়া পুরান বাজার নামক এলাকার সম্ভু নাথ ও লক্ষী রানীর ছেলে সজল চন্দ্র চ্যাটার্জি (৩০)।
এই চার আসামীকে ৩৭০৫(তিন হাজার সাতশত পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করতে সক্ষম হয় পুলিশ। মামলা রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply