স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ছাত্রলীগের পতাকা উত্তোলন ও মিছিল
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ও বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও মিছিল করেছে পটুয়াখালী জেলা ছাত্রলীগ।
সোমবার(০৬মে) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের বিল্লাহ্ সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে মহিলা কলেজে প্রাঙ্গন থেকে একটি মিছিল শুরু করে জেলা ছাত্রলীগ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজে প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সরকারি কলেজে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করা হয়।
Leave a Reply