কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় এর ইংরেজি শিক্ষক মোশাররফ হোসেন স্যার আর নেই
মো: শফিকুল ইউনুছ (এবাদুল্লাহ)
বিশেষ প্রতিনিধি,মুক্তিযোদ্ধা টি ভি
সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া।
ঐতিহ্যবাহী কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সাবেক স্বনামধন্য শিক্ষক আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু নিজ বাড়িতে আজ ০৭/০৫ ২০২৪ ইং- ১.৪০ মিনিটে না ফেরার দেশে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা আজ বাদ এশা চাকসার দৌলতপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। অত্যন্ত নম্র, ভদ্র ও বিনয়ী স্বভাবের একজন মানুষ ছিলেন। তিনি আমাদের ইংরেজি পড়াতেন। তাঁর ছাত্ররা আজ বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত থেকে দেশ ও জাতির সেবা করে যাচ্ছেন। আমরা সারের আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহর নিকট প্রার্থনা করি তিনি যেন এই বান্দাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন । আমিন।
Leave a Reply