কাজিপুর উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হলেন খলিলুর রহমান সিরাজী।
মোছা: রিক্তা খাতুন, কাজিপুর প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফল আনারস প্রতীক নিয়ে জয়লাভ করেছেন খলিলুর রহমান সিরাজী। কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী পেয়েছেন ৪৫ হাজার ১৩১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক আশরাফুল আলম পেয়েছেন ২৭ হাজার ৬৮৪ ভোট। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিজয়ী খলিলুর রহমান সিরাজী জানান, এই জয় কাজীপুর বাসীর উন্নয়নের দিশারি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি মহোদয়ের জয়।
আমি প্রিয় কাজিপুর বাসীর এবং এমপি মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়বারের মতো আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো ইনশাআল্লাহ।
Leave a Reply