কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মো: মাহাবুবুল আলম উড়োজাহাজ প্রতিক নিয়ে ১৯৫৭৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: ইমরুল ইসলাম চশমা প্রতিক নিয়ে ১৭১৬০ ভোট।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ববিতা বেগম ফুটবল প্রতিক নিয়ে ৪২৪৭৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিউটি আক্তার ১৯৩৫৬ ভোট পেয়েছেন।
বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে কালিয়া উপজেলার ৮২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।
ভোট গণনা শেষে রাত সাড়ে ১০টায় জেলা রিটার্নিং অফিসার শ্বাশতী শীল বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, একটি পৌরসভা এবং ১৪ টি ইউনিয়ন নিয়ে কালিয়া উপজেলা গঠিত। ওই উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৯৭ হাজার ২০৯ জন। এর মধ্যে ৭৯১৯৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের শতকরা হার ৪০.১৬%। ৮২টি কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
Leave a Reply