বেকারত্ব দেশের বড় এক অভিশাপ এই স্লোগানকে সামনে রেখে, তাইন্দং ইউনিয়নে যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুভ উদ্বোধন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলাধিন ১নং তাইন্দং ইউনিয়নে যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ মে)২০২৪ খিঃ বিকাল ৫ ঘটিকায় তাইন্দং বাজার জামে মসজিদ রোডে শাহজাহান হুজুরের প্লটের তৃতীয় তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ সভাপতিতের বক্তব্যে বলেছেন দেশের বেকারত্ব বড় অভিশাপ তাই লেখা পড়ার ফাঁকে ফাঁকে যদি কমপক্ষে কারিগরি কাজ শিখে রাখে তাহলে জীবন চলতে সার্বিক উন্নয়ন করা সম্ভব তাই এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক কে সাধুবাদ জানান এই মহৎ উদ্যোগের জন্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পেয়ার আহম্মেদ মজুমদার, মাওলানা আব্দুর রউফ ও অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম নিজামী তবলছড়ি ইসলামীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা এবং মোঃ আনোয়ার পারভেজ গৌমতি ইউনিয়ন যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক
আয়োজনেঃ- মোঃ সাইফুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক তাইন্দং যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃদ্ধ। উক্ত অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply