মোঃ জাহিদ হোসেন
স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
দিঘলিয়া সদর ১৩ই মে- ২০২৪ঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ব্যতিক্রম আকারে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী ২১মে দ্বিতীয় ধাপের দিঘলিয়া উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। আজ সোমবার বিকাল তিন ঘটিকার সময় দিঘলিয়া উপজেলার ২০০ ভ্যান চালকরা আনারসের প্রতীক নিয়ে শেখ মারুফুল ইসলামের পক্ষে সুন্দর সুরে সুরে আনারসের মার্কা নিয়ে সকলের নিকট প্রচার প্রচারণা ঘুরে ঘুরে ভোট চেয়েছেন। ভোটারদের মন জয় করে নিচ্ছে নানা প্রতিশ্রুতিতে। নির্বাচন যত ঘনিয়া আসছে সরগময়ে উঠছে ভোটের মাঠ, সেই মাঠ দখলে আছেন আনারসের প্রার্থী শেখ মারুফুল ইসলাম। ২০০ ভ্যান চালকদের গায়ে আনারসের গেঞ্জি ছেয়ে গেছে শহর গ্রামের হাট বাজার অলিগলিসহ বিভিন্ন এলাকাগুলোতে। আনারসের প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন প্রতিনিয়ত। আবারও নতুন ব্যতিকভাবে ভ্যানচালকদের মাধ্যমে গানে গানে ভোট দেওয়া হচ্ছে মাইকের মাধ্যমে। জমজমাট হয়ে উঠছে আনারসের প্রচার-প্রচারণা। তাই নির্বাচন যতই ঘনিয়ে আসছেন দিঘলিয়া ভ্যান চালকরা ততই শেখ মারুফুল ইসলামের কথা চিন্তা করেন কে হবেন আগামী পাঁচ বছরের জন্য বিভিন্ন শ্রেণীর মানুষের সেবা প্রদান করার উপজেলা নির্বাচনের চেয়ারম্যান। দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ৪জন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩জন অংশ নিয়েছেন।
Leave a Reply