মহালছড়ি থানা পুলিশ কতৃক ২০ লিটার দেশী তৈরি মদসহ আটক ০১
আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিতের লক্ষ্যে মাদক ও চোরাকারবারিদের রুখে দিতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) সর্বোচ্চ চেষ্টা । অপরাধীদের অপরাধ রুখে দিতে এবং আসন্ন সকল উৎসব কে কেন্দ্র করে অপতৎপরতাকারীদের পরিকল্পনা নস্যাৎ করতে জেলার পুলিশ সুপারের বিচক্ষণ দিকনির্দেশনায় খাগড়াছড়ি জেলা পুলিশ সুকৌশলে প্রতিনিয়ত অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হচ্ছে। এরই ধারাবাহিকতায় মহালছড়ি থানার একটি চৌকস দল মহালছড়ি থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে
১৪মে-( মঙ্গলবার) ০৬.৩০ মিনিটে মহালছড়ি থানাধীন ০৪নং মাইসছড়ি ইউপিস্থ কাটিং টিলা জাহাঙ্গীরের চায়ের দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে আসামী রূপমতি চাকমা (৪২) পিতা-মৃত ফটিকচন্দ্র চাকমা ০৫ নং ওয়ার্ড, ০৪নং মাইসছড়ি ইউনিয়ন, থানা-মহালছড়ি, জেলা-খাগড়াছড়িকে ২০ (বিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা করে বিধি মোতাবেক যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply