1. admin@muktijoddhatv.xyz : admin :
  2. mainadmin@muktijoddhatvonline.com : mainadmin :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন

রাঙামাটি দুই উপজেলা নির্বাচনে জয় হলেন বাবুল দাশ ও অমরজীবন চাকমা

রাঙামাটি জেলা প্রতিনিধি, মুক্তিযোদ্ধা টেলিভিশন
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৩ Time View

রাঙামাটি দুই উপজেলা নির্বাচনে জয় হলেন বাবুল দাশ ও অমরজীবন চাকমা

রাঙ্গামাটি জেলা
সংবাদদাতাঃ

২৯ মে তৃতীয় ধাপে রাঙামাটির
লংগদু ও নানিয়ারচর
দুটি উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করা দুই জন একটিতে আওয়ামী লীগ অপরটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী জয়লাভ করেছেন। ভোটে দুই উপজেলায় ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে লংগদু উপজেলার মোট ২৩টি কেন্দ্রে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে বাবুল দাশ বাবু ১৬ হাজার ৯৮৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল বারেক সরকার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮২৬ ভোট। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকারকে চার হাজার ১৬০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

অন্য দিকে নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে ১৪টি ভোটকেন্দ্রে ইউপিডিএফ সমর্থিত প্রার্থী অমরজীবন চাকমা আনারস প্রতীকে ৬ হাজার ১৫৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জ্যোতিলাল চাকমা পেয়েছেন চার হাজার ১৬২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের সুজিত তালুকদার সাত হাজার ৪০৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বই প্রতীকের বিনয় কৃষ্ণ চাকমা ছয় হাজার ৬৫৪ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনিতা চাকমা কলস প্রতীকে ১০ হাজার ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোয়ালিটি চাকমা প্রজাপতি প্রতীকে চার হাজার ২৪৩ ভোট পেয়েছেন।

একই উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বই প্রতীকের প্রার্থী রকিব হোসেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের ফাতেমা জিন্নাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss