1. admin@muktijoddhatv.xyz : admin :
  2. mainadmin@muktijoddhatvonline.com : mainadmin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

ইসলাম ধর্মে শয়তান এর পরিচয়

মোঃ শাহীন, কুমিল্লা জেলা প্রতিনিধি, মুক্তিযোদ্ধা টেলিভিশন
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ৩১৮ Time View

মোঃ শাহীন, কুমিল্লা জেলা প্রতিনিধি, মুক্তিযোদ্ধা টেলিভিশন।

—– শয়তানের পরিচয় ——
নামঃ- ইবলিশ।
পিতার নামঃ- খবিস।
মাতার নামঃ- নিবলিস/লিলবিস
ইবাদাতঃ-প্রায় ৯ লক্ষ বছর।
কোরআনঃ- ৯টি সূরায় ১১ বার ইবলিশের নাম উল্লেখ আছে।
তওয়াফঃ- ১৪ হাজার বছর আরশে আজীম তওয়াফ করেছে।
উপাধিঃ-ইবলিশকে معلم الملاءكۃউপাধি দেওয়া হয়েছিল।অর্থাৎ ফেরেস্তাদের উস্তাদ/শিক্ষক।
ফেরেস্তাদের সংস্রবঃ- ৮০ হাজার বছর পর্যন্ত ফেরেস্তাদের সাথে ছিল।
অন্যতম পছন্দনীয় কাজঃ-
১/ বাতেলদের ঘারে ভর করে ধর্মের মাঝে ফেতনা সৃষ্টি করা,,,,।
২/ স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া,বিবেদ সৃষ্টি করা।
৩/ দুনিয়ায় যত খারাপ কাজ আছে তাতে বান্দাদের পরিচালনা করা,,।
অন্যতম অপছন্দনীয় কাজঃ- পাপী বান্দা তওবা করে পাপ কাজ থেকে ফিরে আসা।
শয়তানের সন্তানাদি কিভাবে হয়????
🌹হযরত মোজাহেদ (রহঃ) বলেন,আল্লাহ শয়তানের ডান রানকে ذكر অর্থাৎ পুরুসাজ্ঞ এবং বাম রানকে فرج অর্থাৎ স্ত্রীলিংগ বানিয়েছেন।শয়তান উভয় রানকে একত্রে মিলিয়ে অর্থাৎ সহবাস করে এবং প্রতিদিন ১০ট ডিম দেয়,প্রতি ডিম থেকে ৭০ পুরুষ শয়তান,৭০ স্ত্রী শয়তান জন্ম হয়।
সূত্রঃ- ذخيرۃ معلومات পৃষ্ঠা,৬৮
সাত আসমানে শয়তানের নাম কি??
🌹আল্লামা ছমরকান্দী كشف البيان কিতাবে কা’ব ইবনে আহবারের রেওয়াত বর্নানা করেন যেঃ-
শয়তানের নাম………… .
১ম আসমানেঃ- عابد অর্থাৎঃ- বজুর্গ।
২য় ” زاهد ” ধর্মনিষ্ঠ, সাধক।
৩য় ” عارف ” খোদাপ্রেমী।
৪র্থ ” ولی ” বন্ধু,মৈত্রী,
৫ম ” تقي ” খোদাভীরু,সংযমশীল।
৬ষ্ঠ ” خازن ” খাজাঞ্চি
৭ম ” عزازيل ” মানবের চির শত্রু।
লওহে মাহফুজে ওর নাম ابليس অর্থাৎ অবাধ্য,আল্লাহর রহমত থেকে হতাশ,নাফরমান।
সূত্রঃ- ذخيرۃ معلومات পৃষ্ঠাঃ-৬৭
✍️✍️———- দাবীসমূহঃ–
১,আমাকে কিয়ামত পর্যন্ত জীবন দান করতে হবে।
২,আমাকে যেন বনী আদম দেখতে না পারে।
৩,আমি যেন ইচ্ছানুযায়ী যে কোন রুপ ধারন করতে পারি।
৪,আমি যেন বনী আদমের শিরা উপশিরায় গমন করতে পারি।
৫,আমি যেন পৃথিবীর যে কোন জায়গায় গমন করতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss